বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলেন মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি। দলনেতার দায়িত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষে ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামীতে আরও ভালো কিছুর প্রত্যাশাও করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু হাঁটুর চোটে দলের বাইরে চলে যাওয়ার কারণে অধিনায়কত্বটা সেভাবে করতেই পারেননি। ২০১৪ সালে ওয়ানডেতে অধিনায়কত্ব ফিরে পেয়েই সফল তিনি। নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২০১৫ আর ২০১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ৮৭টি ওয়ানডে ম্যাচ খেলে জিতেছেন ৪৯টি।
Leave a Reply