নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল টুর্নামেন্টে ভারতের সাথে ড্র করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। এক জয় ও এক ড্রতে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল তারা।
ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা। ম্যাচে ভারতের সঙ্গে সমানতালে লড়েছে বাংলাদেশ। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ফাহিম মোর্শেদের জোড়া গোল ও তানভীর হোসেনের গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
এ টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। আগের আসরে ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এছাড়া প্রথম আসরে তৃতীয় হয়েছিল তারা।
Leave a Reply