শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের অর্ধ শতাধিক পাবলিকিয়ান (পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) এবং সহস্র শিক্ষার্থীর প্রাণের স্পন্দন স্টুডেন্ট এসোসিয়েশন অব পদ্মপুকুর ইউনিয়ন (স্ট্যাপ) এর আগামী ০১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর মেধাবী ছাত্র ইয়াছির আরাফাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মামুনুর রহমান।
গত ২৫ সেপ্টেম্বর সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রধান উপদেষ্টা (বর্তমান বাংলাদেশ সরকারের অর্থ বিষয়ক মন্ত্রনালয়ের সহকারী প্রধান) মমিনুর রহমান এই কমিটির অনুমোদন দেন। এবং আগামী ০১ সপ্তাহের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।
২০১২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সংগঠনটি ইউনিয়নের শিক্ষা এবং সামাজিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
অনুভুতি জানতে চাইলে সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি বলেন, বর্তমানে শিক্ষা ও সমৃদ্ধিতে উপজেলার সেরা ইউনিয়ন পদ্মপুকুর এটা মৌখিকভাবে স্বীকৃত। এমন একটি সংগঠনের দায়িত্ব পাওয়া সত্যিই গর্বের বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করে স্ট্যাপকে একটা নতুন রূপ দিতে চাই। সকলের নিকট সহযোগিতা এবং দোয়া প্রার্থী।
সম্পাদক অনুভুতি প্রকাশ করে বলেন, সিনিয়ররা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করাই আমার লক্ষ্য। আমরা নির্দিষ্ট সময়ের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী ০১ বছরের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে চাই। সকলের সহযোগিতা কামনা করি।
Leave a Reply