জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নবনিযুক্ত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সাথে কলেজটির অধ্যক্ষসহ সকল শিক্ষকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শেখ তারিকুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান, বিএনপি নেতা আবুল হাসান হাদী, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের সকল শিক্ষক কর্মচারীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং অতীত ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। কলেজের ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য এসময় আহŸান জানানো হয়।
Leave a Reply