পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা বললেন ‘ভেবেছিলাম পাস মার্ক তুলে চলে যাবো’

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৯
পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা বললেন ‘ভেবেছিলাম পাস মার্ক তুলে চলে যাবো’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারি কক্ষে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

তোপের মুখে পড়া ওই ছাত্রলীগ নেতা বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম। তিনি শাখা ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক।

জানা যায়, বেলা ১১টায় বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ছাত্রলীগ নেতা আব্দুল আলীম পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে তার ক্যাম্পাসে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বাংলা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। পরে তাকে পরীক্ষার হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়।

এ সময় ছাত্রলীগ নেতা আব্দুল আলীম বলেন, ‘নিজ উদ্যোগে পরীক্ষা দিতে এসেছি। ভেবেছিলাম দেরিতে এসে পরীক্ষায় অ্যাটেন্ড করে পাস মার্ক তুলে আগে আগে চলে যাবো। কিন্তু বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে।’ এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বলেন, ‘এসবের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা আমার নাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের কোনও ছাড় দেওয়া হবে না। আর যারা এই সব দোসরদের প্রশ্রয় দেবে তাদেরও ছাড় দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT