ভারতের ১৯তম সাধারণ নির্বাচনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফর করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। কলকাতায় এনআরসি জাগরণ অভিযান নামের সভায় অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনও স্থানে নাগরিকত্ব ইস্যুতে হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের জোর করে তাড়ানো হবে না। বিজেপি সরকার একজনও অমুসলিম শরণার্থীকে দেশ ছাড়তে বাধ্য করবে না।
কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর গত ৩১ আগস্ট (শনিবার) স্থানীয় প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। এ নিয়ে অসন্তোষ রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র স্থানীয় নেতাদের মধ্যেও। এরইমধ্যে পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এর বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি সভাপতি অভিযোগ করেছেন, প্রস্তাবিত নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে ভীতি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। অমিত শাহ বলেন, মমতা পশ্চিমবঙ্গের মানুষকে বলে বেড়াচ্ছেন, এনআরসি হলে লাখ লাখ হিন্দু শরণার্থীকে (বাংলাদেশ থেকে আস) বিতাড়ন করা হবে। এরচেয়ে বড় মিথ্যা হতে পারে না। আজ আমি এখানে এসে পরিষ্কার করে বলতে চাই, এটা ঘটবে না।
অমিত শাহ স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের জোট সরকার রাজ্যসভায় একটি বিল এনে প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছিল। অমিত শাহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতাদের বিরোধিতায় ওই বিলটি পাস করা যায়নি।
এনআরসি বাস্তবায়নের আগে নরেন্দ্র মোদির সরকার ওই বিলটি কার্যকর করে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানান অমিত শাহ। তিনি বলেন, আমাদের যে কারও মতোই আপনাদেরও অধিকার থাকবে। একজন শরণার্থীকেও চলে যেতে হবে না। আর আমরা একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেবো না।
বিজেপি নেতা অভিযোগ করেন, নিজের ভোটব্যাংক হওয়ার কারণে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছেন মমতা। তিনি বলেন, আমরা একজনও অনুপ্রবেশকারীকে এখানে থাকতে দেবো না। আমরা তাদের চিহ্নিত করে তাড়িয়ে দেবো। যখন অনুপ্রবেশকারীরা বামফ্রন্টকে সমর্থন করতো মমতা তখন তাদের বিরোধিতা করতেন।
কলকাতায় সভা ছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। এছাড়া মঙ্গলবার একটি মণ্ডপে দুর্গাপূজাও উদ্বোধনও করবেন তিনি।
Leave a Reply