শিরোনাম :
সাতক্ষীরার আসিফসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে হবে না : আসিফ মাহমুদ কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ! ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা বিচারাধীন ৬ লাখ: থমকে আছে চাঞ্চল্যকর মামলার বিচারও বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা? দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন সাতক্ষীরায় স্থানীয় জাতের ব্যতিক্রমধর্মী বীজমেলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮
পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে। এটি দ্রুতই দৃশ্যমান হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর ১৪৬তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্ট্রিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়। দেশের টাকা যে পাচার হয়েছে, এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে ১৬ বছর লাগবে না। অনেক তাড়াতাড়ি হবে, যারা কাজ করবে তারা এক্সপার্ট (দক্ষ)।’

সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কী পরিবর্তন এসেছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকার আলু ও পেয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। এর ফলে বাজারে সঙ্গে সঙ্গেই দাম কমে যাবে না, সময় লাগে। চাঁদাবাজি কমানোর চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনকে মনিটরিং জোরদার করতে বলা হয়েছে। বেশি চাপাচাপি করলেও ব্যবসা বাধাগ্রস্ত হবে। তবে পণ্যমূল্য কমবে। ভোক্তার যেন কষ্ট না হয়, সে জন্য ব্যবসায়ীদের বলেছি, বেশি লাভ করা যাবে না।’

এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকিং খাতে আস্থার অভাব ছিল। এই সেক্টরে আস্থা ফিরিয়ে আনা হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শিগগিরিই একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক বাঙালি যোগ্য বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে সম্ভাব্য রফতানি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ইতিবাচক। আশাকরি এটা হবে।’

অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জিএসপির বিষয়ে আমেরিকা কিছু শর্ত দিয়েছে, তার উত্তর দিয়েছি। এ মাসেই ওয়াশিংটন যাবো, সেখানে তাদের সঙ্গে সামনাসামনি কথা হবে। কী কী শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।’

এ সময় আরও ছিলেন– শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স অব বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT