সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ছিনতাইকারীদের কবলে পড়ে ৪ লক্ষ টাকা খুইয়েছেন রিপন ঘোষ (৪০) নামের এক ব্যবসায়ী। বুধবার (০৫ জুন) রাত ১২টা ১৫মিনিটের দিকে প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটার লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌছালে তার সাথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের ছেলে রিপন ঘোষ (৪০) বসুন্ধরা ও মেঘনা গ্রুপের ডিলারশিপের ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রতিমধ্যে লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌছালে পিছন দিক থেকে অজ্ঞাত ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করেন। এতে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে থাকা সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ৷
পরবর্তীতে আহত রিপন ঘোষের তার ডাক চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া পথচারীরা এগিয়ে এসে তাকে নিয়ে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা তার মাথার ক্ষত স্থানে ৬টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে পরিবারের লোকজন তাকে নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করেছেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার বিট অফিসার এস.আই অনিল কুণ্ড বলেন, আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ভুক্তভুগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply