সাতক্ষীরার পাটকেলঘাটায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক(এফএসআইবিএল) এর ১৭৮তম শাখার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পাটকেলঘাটার কলেজ রোডের শোভা প্লাজার দ্বিতীয় তলায় অফিস কার্যালয়ে ব্যাংকটির শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা শাখা ব্যবস্থাপক এফএভিপি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ১৭৮তম শাখার উদ্বোধন করেন এফএসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের নজরুল ইসলাম, খুলনা জোনাল ম্যানেজার আব্দুর রশিদ, পাটকেলঘাটা স্যোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এভিপি রাশিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম।
Leave a Reply