যশোরের বেনাপোলের রুদ্রপুর সীমান্ত থেকে বিশেষ অভিযানে ভারতীয় ০৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গরু ফেলে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে রুদ্রপুর বিওপির নেতৃত্বে এই গরু উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে ভিত্তিতে রুদ্রপুর বিওপির একটি টহল দল পশ্চিম রুদ্রপুর এলাকা থেকে ভারতীয় ০৮টি এঁড়ে গরু উদ্ধার করে। এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়।
যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার জানান, উদ্ধারকৃত গবাদিপশু বেনাপোল কাস্টম হাউজে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply