বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও লিটস দাস। কিন্তু পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না দেখে সেসব ম্যাচে তাদের বদলি খুঁজতে রিপ্লেসমেন্ট ড্রাফট করতে যাচ্ছে লিগ কর্তৃপক্ষ।
লিগে বেশ কিছু ম্যাচ খেলা হবে না পাঁচ ক্রিকেটারের। তার মধ্যে রয়েছেন পেশাওয়ার জালমির নাহিদ রানা (গোল্ড ক্যাটাগরি) ও করাচি কিংসর লিটন দাস (সিলভার ক্যাটাগরি)। আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন (ইসলামাবাদ ইউনাইটেড), নিউজিল্যান্ড তারকা মার্ক চ্যাপম্যান ও কেন উইলিয়ামসনও। কিউই দুই ক্রিকেটার যথাক্রমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসর হয়ে কিছু ম্যাচে অনুপস্থিত থাকবেন।
তাছাড়া পুরো মৌসুমের জন্য পেশাওয়ার আবার প্রোটিয়া করবিন বোশকেও পাচ্ছে না। তাদের বদলি খুঁজতেই অনলাইনে এই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার।
পিএসএলের দশম আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মোট তিন ক্রিকেটার। লিটন, নাহিদ ছাড়াও দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
Leave a Reply