পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস ও ট্রাকের দুই চালক নিহত এবং যাত্রীবাহী বাসের ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীর চারাবটতলী নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসচালক ভোলা জেলার চরফ্যাশন থানার মো. শাহজাহানের ছেলে মো লিটনের (৩৫) পরিচয় পাওয়া গেলেও নিহত ট্রাকচালকের নাম পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, হাইওয়ে পুলিশ ট্রাকটিকে তাড়া করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটিছে।
ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি খুটাখালীর চারাবটতলী নতুন মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হাইওয়ে পুলিশে তাড়ায় পালিয়ে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে বাস ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যায়। এ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান মোরশেদুল আলম চৌধুরী।
Leave a Reply