পুলিশ সুপারের সাথে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আক্কাজ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ১৯৬
পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

 

সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. ছাইফুল করিম সাবু, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, মো. সাজ্জাদুর রহমান খান চৌধুরী, শেখ আলাউদ্দিন, শাহাজান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম কালু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শেখ আলমগীর হাসান, আঞ্চলিক কর্মকর্তা শেখ আজিজ আহমেদ পুটু, লাইন সেক্রেটারী রুহুল আমিন, সহ-লাইন সেক্রেটারী আব্দুল বারী, আক্তারুল ইসলাম, শেখ আলাউদ্দিন হোসেনসহ সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT