২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বরাবর পুলিশের কাছে প্রতিকার প্রার্থীদের প্রতি অবহেলা ও হয়রাণি বন্ধ, প্রতিকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখ। এদিন সকাল সাড়ে ১০ টায় জেলা জাসদের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের হাতে এই স্মারকলিপি তুলে দেবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা শাখার সভাপতি এসএম আবদুল আলিম প্রমুখ।
Leave a Reply