সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তেরটি দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২রা অক্টোবর) সকাল এগারটায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাজরা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আশাশুনির সাংগঠনিক সম্পাদক এস,এম শাহনেওয়াজ ডালিম।
সাংবাদিক কৃষ্ণা ব্যানার্জির গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শিবপদ মন্ডলসহ তেরটি মন্ডপের সভাপতিবৃন্দ।
মতবিনিময় সভায় এবার খাজরা ইউনিয়নের তেরটি মন্ডপের সভাপতিগন তাদের মন্দিরের বিভিন্ন সমস্যার কথা প্রধান অথিতির কাছে তুলে ধরেন।
প্রধান অথিতি জানান খাজরা ইউনিয়নের তেরটি মন্ডপের সার্বিক উন্নয়নে আমি সর্বক্ষন আছি। মন্দিরগুলোর উন্নয়নে ও আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার চক্রবর্তী,ইউপি সদস্য জালাল মোড়ল,রামপদ সানা,অনুপ কুমার,বিপ্লব কান্তি দাশ,ইউপি সচিব বিশ্বজিত মন্ডল প্রমুখ।
Leave a Reply