গত ২৪ আগস্ট চট্টগ্রাম থেকে প্রচারিত ‘জিএসবি২৪’ নিউজ পোর্টালে ‘কলারোয়া উপজেলা প্রশাসনের সমস্ত কর্মসূচী বয়কট করলো প্রেসক্লাব!’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির একাংশে আমাকে জড়িয়ে বলা হয়েছে, গত ২২ আগস্ট মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ কমিটির সভার তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ আমাকে ধমক দিয়ে বের করে দেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রকৃতপক্ষে গত ২২ আগস্ট মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ কমিটির সভার তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ আমাকে স্বাগত জানান এবং গণমাধ্যমে সভার সংবাদ প্রকাশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। কিন্তু একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে এমন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
ফারুক হোসেন রাজ
Leave a Reply