প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘আপনার চারপাশে যারা রয়েছেন তাদের মধ্যে কিছু নেতা শেয়ারবাজার, দুর্নীতি ও ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর নেওয়া সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে যৌক্তিক পরিণতির দিকে যেতে হবে।’
রবিবার (৬ অক্টোবর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসব কথা বলেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা।’
তিনি বলেন, ‘দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এতে ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন।’
পার্টির নেতাকর্মীদের উদ্দেশে মেনন বলেন, গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে। কিন্তু রাজনৈতিক মানকে উন্নতি করতে না পারলে পার্টির এই বিস্তৃতি কাজে লাগানো যাবে না। তিনি বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অসাম্প্রদায়িকতা অবসানে ১৪ দলের কর্মসূচির বিপরীত ঘটনাই ঘটেছে এযাবৎকাল। পার্টির নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান তিনি।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান প্রমুখ।
Leave a Reply