ভারতের বিশাখাপওমে তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে আজ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্র অভিযান বিশাখাপওম নৌ জেটি ত্যাগ করেছে।
গত ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ সফরে অংশ গ্রহণ করে। বিশাখাপত্তম নৌ জেটি ত্যাগ কালে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সু-সজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনার মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।
গত ১৫ সেপ্টেম্বর বিশাখাপওম নেভাল জেটিতে প্রশিক্ষণ সফরকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর সম্মানে অনবোর্ড অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর রিয়ার এডমিরাল পুনেট চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মুহাম্মদ জিয়াউর রহমান, বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল, ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও জাহাজে অবস্থানরত কর্মকর্তা ও নাবিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর প্রশিক্ষণের অংশ হিসেবে মিডশীপম্যান ও জুনিয়র অফিসারগণ বিশাখাপওম নৌ জেটিতে ভারতীয় নৌবাহিনী জাহাজ কোমার্টা এবং মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে (এমডব্লিউসি) শিপ হ্যান্ডেলিং সিমুলেটর পরিদর্শন করেন।
এছাড়া তারা একই জেটিতে ডীপ সাবর্মাজেনস রেসকিউ ভেসেল (ডিএসআরভি) পরিদর্শন করেন। একইদিন ভারতীয় নৌবাহিনীর ২০ জুনিয়র অফিসার বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন।
বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম ভারতের পুর্বাঞ্চলীয় নেভাল কমান্ডের ফ্লাগ অফিসার কমান্ডিং ইন চীফ ভাইস এডমিরাল অটল জাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
একই দিন ভারতের পুর্বাঞ্চলীয় নৌ কমান্ডের পক্ষ থেকে বানৌজা সমুদ্র অভিযানের প্রশিক্ষণ সফর উপলক্ষ্যে ভারতীয় নৌবাহিনী জাহাজ কোমার্টার এক অভ্যর্থনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইস্টার্ন নেভাল কমান্ডের কমোডর (অপারেশনস) রাহুল শংকর ও ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সস্ত্রীক উপস্থিত ছিলেন।
এতে বানৌজা সমুদ্রে অভিযানের অধিনায়ককে ভারতের পুর্বাঞ্চলীয় নৌ কমান্ড এর কমডোর (অপারেশন্স) কমডোর রাহুল শংকর ক্রেস্ট প্রদান করেন।
বানৌজা সমুদ্র অভিযান আগামী ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামস্থ নৌ জেটিতে পৌঁছাবে বলে আশা করা যায়। জাহাজটি গত ১৪ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দর হতে বিশাখাপওমে পৌঁছেছিল।
Leave a Reply