প্রাণ সায়ের খাল পাড়ের কোন বৈধ দোকান ভাঙ্গা হবে না: এমপি রবি

মাহফিজুল ইসলাম আক্কাজ
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৮

সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের খাল পাড়ের ব্যবসায়ীরা নিজেদের দুঃখ, দুর্দশার কথা তুলে ধরেন এবং নিজেদের যৌতিক দাবি উপস্থাপন করেন।  উপস্থিত রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও নিজেদের অবস্থান তুলে ধরেন এবং ব্যবসায়ীদের বৈধ দাবির সমর্থন দেন।

সাতক্ষীরা পৌরসভা প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির আহবায়ক গৌর দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আমি ছাত্রলীগের রাজনীতি করার সময় থেকে সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা প্রতিটি জনপ্রতিনিধির মূল লক্ষ্য। জনগণের ক্ষতি করে ও পথে বসিয়ে কোন কিছু টিকতে পারেনা।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রী সাতক্ষীরা’ গড়ার লক্ষ্যে সরকারি যে পদক্ষেপ আমরা নিয়েছি এতে কোন অবৈধ স্থাপনা থাকবেনা, তার অর্থ এই নয় যে পৌরসভার লীজকৃত দোকানপাট ভেঙ্গে দেওয়া হবে। ব্যবসায়ীদের কথাও ভাবতে হবে। সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

উন্মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আ.স.ম আব্দুর রব, শেখ মোশারফ হোসেন, শেখ সেলিম, শেখ কালাম, রাশেদ, সৈয়দ হারিজ হোসেন (তুহিন), বাবলু , সোনা, মীর মাসুদ পারভেজ সুমন প্রমুখ।

এসময় ব্যবসায়ীরা বলেন, আমাদের দোকান খালের জায়গায় না। আমরা চার শতাধিক ব্যবসায়ী তিন পুরুষের বেশি সময় ধরে সাবেক জমিদার প্রাণনাথ বাবুর দান করা সাতক্ষীরা পৌরসভার রেকর্ডীয় সম্পত্তি লীজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যার মাধ্যমে প্রতক্ষ ও পরোক্ষভাবে প্রায় চল্লিশ হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা চার শতাধিক ব্যবসায়ী আমাদের নার্য্য দাবীর কথা সাতক্ষীরাবাসী দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে তুলে ধরার জন্য এই উন্মুক্ত আলোচনা।

জননেত্রী শেখ হাসিনা জনগণের বাড়ি ঘর ভেঙ্গে কোন ক্ষতি হোক এমন কাজ করতে নিষেধ করেছেন। আমাদের পূণর্বাসন না করে দোকান ভাঙ্গলে আমরা আন্দোলনে নামবো।’ উন্মুক্ত আলোচনা সভায় ব্যবসায়ীদের চোখের পানিতে কান্নাজড়িত কণ্ঠে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এসময় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হল স্তব্ধ হয়ে যায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT