নজিরবিহীন এক ঘটনা ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দুজন শপথ নিয়েছেন। খবর পার্সটুডে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার (৯ মার্চ) আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ দুজনই আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
জানা গেছে, আশরাফ গনির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে। তার শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটোর সেনা কমান্ডাররাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে আব্দুল্লাহ আব্দুল্লাহও বিশাল আয়োজন করে শপথ নিয়েছেন রাজধানীর অন্য এক স্থানে। আব্দুল্লাহ বর্তমানে আফগানিস্তানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পক্ষেও দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকের সমর্থন রয়েছে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খুবই কম ভোটের ব্যবধানে জয়ী হন আশরাফ গনি। তিনি পান ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট।
অপরদিকে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আব্দুল্লাহ। যেখানে নির্বাচনে জয় পেতে দরকার ছিল ৫০ শতাংশ ভোট।
খুব বেশি ব্যবধান না থাকায় ক্ষমতায় কে বসবেন তা নিয়ে নানান নাটকীয়তা শুরু হয়। শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গত ১৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করে আফগান নির্বাচন কমিশন।
তবে প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনির পাশাপাশি আব্দুল্লাহ আব্দুল্লাহও শপথ নেওয়ায় সে নাটকীয়তায় নতুন মোড় এলো।
Leave a Reply