যশোরের বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠের মধ্যে থেকে এই বিপুল পরিমান ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের জালি বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের জালি বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল থানায় জমা আছে এবং পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে বলে তিনি জানান।
Leave a Reply