ফারাক্কা বাঁধের ১১৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দেশটির গেটগুলো খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার পদ্মা নদীতে হুট করে পানি প্রবাহ বেড়ে গেছে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে।
তবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
কবির বিন আনোয়ার বলেন, প্রতিবছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে ফারাক্কার গেটগুলো খুলে দেয় ভারত। এটি নতুন কিছু নয়। অক্টোবরের প্রথম সপ্তাহে আবার গেটগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, যে পানি আসছে তা সেখানে অতিবৃষ্টির ফলে নেমে আসা অতিরিক্ত পানি। এ পানি ধারণ করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তাই এতে বন্যার কোনো সম্ভাবনা নাই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নাই।
Leave a Reply