যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. রয়েল সরদার (২২) নামে এক মাদক বহনকারী গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক বহনকারী রয়েল সরদার বড় আঁচড়া গ্রামের বাবু সরদারের ছেলে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বেনাপোলের বড় আঁচড়া মাঠে অভিযান চালিয়ে এই মাদক বহনকারীকে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মাদক বনহকারীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Leave a Reply