শ্রীলঙ্কার কলম্বোতে একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ম্যাচে আগে ব্যাট করে ৩২২ রানের পাহাড় গড়ে সাইফ-নাঈমরা, তবে এ ম্যাচেও ঘটেছে বাজে আম্পায়ারিংয়ের মতো ঘটনা।
এ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। ২২ ওভার ২ বলে এ জুটিতে আসে ১২০ রান। তবে ৬৬ রান করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড অর্থাৎ বল গায়ে লাগায় আউটের শিকার হন নাঈম।
২৩তম ওভারে নাঈম ও সাইফ রান নেওয়ার জন্য দৌড়ালে লঙ্কান ফিল্ডাররা রান আউটের উদ্দেশ্যে বল ছুড়ে মারে। তবে বল নাঈমের গায়ে লাগে। এতেই নাঈমকে আউট দেয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এ দিকে বাংলাদেশ ‘এ’ দলের দাবি, নাঈম ইচ্ছেকৃতভাবে বল গায়ে লাগায়নি। তিনি স্বাভাবিকভাবে প্রান্ত বদল করেছিল।
বাংলাদেশের আপত্তিতেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে আম্পায়াররা। আর এতেই ক্ষুব্ধ হয় মিথুন-সাইফরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও নাঈমের আউটের সিদ্ধান্ত বহাল থাকে। বাংলাদেশ ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
Leave a Reply