ফের বড়পর্দায় সজল সাথে পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ১৯৪
পিয়া বিপাশা ও আব্দুন নূর সজল

দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল। তার পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘জিন’। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন পিয়া বিপাশা। অপর দুই কেন্দ্রীয় চরিত্রে আছেন রোশান ও পূজা।

এর আগে রোশান ও পূজার বিষয়টি চূড়ান্ত হলেও সজল ও পিয়ার অভিনয় নিশ্চিত ছিল না। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

আগামী ২৬ আগস্ট থেকে ‘জিন’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছে এই আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অনেকের সঙ্গে কথা হয়েছিল। তবে সজলকে চূড়ান্ত করা হয়েছে। মোট চার জন প্রধান চরিত্রে থাকছে।’

এদিকে ছবির পরিচালক নাদের চৌধুরী জানান, মধুমিতা হাউজিংয়ে শুটিং শুরু হবে ছবিটির। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এগুলো চলবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছরখানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি।
অন্যদিকে, ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সজলের। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT