সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২১-২২ জাহিরুল মিলন আবারো আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক অধিকার, বিবিসি নিউজ, দৈনিক অভিযাত্রা, কলকাতা প্রাইম টাইমস, এশিয়ান টাইমস, ওয়ান নিউজ বিডি, সাতক্ষীরা প্রতিদিন, ইনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।
উক্ত কমিটির সভাপতি পদে-লিবার্টি টিভি ২৪. কম এর বেনাপোল প্রতিনিধি মো. সাহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক পদে জয়যাত্রা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো. আয়ুব হোসেন পক্ষী, পুণঃনির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে বেনাপোল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন সংগঠনের স্থায়ী কার্যালয়ে বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪০ জন সদস্যের মৌখিক ভোটাভুটিতে ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এ সময় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে ঐ ক্লাবের বার্ষিক সাধারণ সভা সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ও শার্শা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাহিত্যিক জাহিরুল মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বার্ষিক হিসাব-নিকাশ এর খসড়া উপস্থাপন করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী।
উপস্থাপিত বার্ষিক বাজেট নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। এ ছাড়াও ক্লাবের উন্নয়ন সাধন এবং কাজের গতিশীলতা বাড়াতে সুবিধা-অসুবিধা সংক্রান্ত বিষয়াদী নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা উপস্থাপিত হয়।
অনুষ্ঠানের শেষের দিকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সকল শুভাকাঙ্খি এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের এবং সংগঠনের সাধারণ সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হলো- সহ-সভাপতি আলী হোসেন বাচ্চু-দৈনিক জাতীয় অর্থনীতি, সহ-সভাপতি মনির হোসেন-দৈনিক প্রতিদিনের সংবাদ, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম-জাগো বাঙালি টোয়েন্টিফোর ডটকম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন-দৈনিক লাখো কন্ঠ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সবুজ-দৈনিক ভোরের পাতা, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম-পল্লী টিভি, সহ-অর্থ সম্পাদক শামীম হোসেন নয়ন-জাগো বাঙালি, দপ্তর সম্পাদক-আরিফুল ইসলাম বাংলা টিভি, সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল-বিবিসি বাংলা টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো. রাসেল ইসলাম ভারতীয় বেঙ্গল টিভি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা তাজ-৭১ বাংলা টিভি, কাস্টম বিষয়ক সম্পাদক-জাকির হোসেন লাল সবুজের কথা, সহ-আইন বিষয়ক সম্পাদক শেখ মঈনুদ্দীন দৈনিক ডেসটিনি,বন্দর বিষয়ক সম্পাদক আমিনুর রহমান তুহিন দৈনিক সন্ধ্যাবানী,সহ-বন্দর বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রানা বার্তা বাজার,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-আমজাদ হোসেন টিটো, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মো. খসরু নোমান সংগ্রাম দৈনিক সত্যাম্বেষী,তথ্য ও গবেষনা সম্পাদক মো. মিলন কবীর ২৪ ঘন্টা টিভি, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজু তুহিন-দৈনিক দর্পণ।
এছাড়া কমিটির অন্যান্য কার্যকরী সদস্য মোশারফ হোসেন মনা-দৈনিক বিজনেস ফাইল, কার্যকরী সদস্য মাহমুদ আল ইমরান সর্দার-দৈনিক আজকের সাতক্ষীরা, কার্যকরী সদস্য মো. সাগর হোসেন-দৈনিক অগ্রযাত্রা, সদস্য মো. ইকবাল হোসেন রাসেল-দৈনিক সোনালী খবর, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম পলাশ-ডিজিটাল ক্রাইম নিউজ,সদস্য মাসুদ রানা-দৈনিক অনির্বাণ, সদস্য সাফায়েত মোল্লা সবুজ-পাওয়ার নিউজ, সদস্য মোঃ মুক্তার হোসেন-বাংলাদেশ সারাদিন, সদস্য মোঃ শাহ আলম-সাপ্তাহিক গ্রামের সংবাদ, সদস্য মোঃ জিল্লুর রহমান-দৈনিক পূর্বাঞ্চল, সদস্য আবু বক্কর সিদ্দিক রনি-সময়ের গর্জন, সদস্য মোঃ আহসানুল কবির-দৈনিক কালের চিত্র, সদস্য মোঃ ফরহাদ বিশ্বাস-পল্লী কথা, সদস্য মোঃ শামীম হোসেন-দৈনিক আজকের বাংলা, সদস্য আব্দুল্লাহ আল মামুন-দৈনিক বাংলাদেশ আমার, সদস্য মেহেদি হাসান ইমরান-স্বদেশ প্রতিদিন, সদস্য মো. রিয়াজুল ইসলাম-দৈনিক সরেজমিন বার্তা। এই কমিটির মেয়াদ দুই বছর থাকবে।
Leave a Reply