বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর আন্দোলন করেছি। হাজারও নেতাকর্মী হত্যা-গুম হয়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশেষে জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তবে ফ্যাসিস্ট পালালেও তাদের প্রেতাত্মা রয়ে গেছে। তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এর আয়োজন করা হয়।
তিনি বলেন, ভোট ডাকাতি করেছে ফ্যাসিস্ট হাসিনা। সংগ্রাম করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করেছি। কিন্তু এখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল বলেন, দলের কেউ চাঁদাবাজি করতে পারবেন না। চাঁদাবাজির প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। দলে ফ্যাসিস্ট অনুপ্রবেশ ঘটলে তাড়িয়ে দিতে হবে। তাদের দিকে সজাগ থাকতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী, মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
Leave a Reply