যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৬ সেপ্টেম্বার) বিকালে অনুষ্ঠিত খেলায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, ইউপি সদস্য নিমাই চন্দ্র, মৃণাল কান্তি দাস, কামাল হোসেন, নাজমা খানম প্রমুখ।
খেলা শেষে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে বিজয়ী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের খেলোয়ার রাজু আহম্মেদ আয়ুসের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। খেলার ধারা বর্ণনায় ছিলেন মহির উদ্দীন মাহী।
Leave a Reply