ঘটনা-দুর্ঘটনায় শেষ হচ্ছে আরেকটি বছর। এ বছর বিনোদন জগতের তারকাদের অনেকে নানাভাবে আলোচনায় ছিলেন। কেউ কুড়িয়েছেন প্রশংসা, কেউবা হয়েছেন সমালোচিত। ছোটপর্দা ও বড়পর্দার শিল্পীদের মধ্যে আলোচনার শীর্ষে থাকা তারকাদের নিয়ে আমাদের এই আয়োজন-
আলো আসবেই
কয়েক বছর ধরে তারকাদের রাজনীতি-সংশ্লিষ্ট থাকতে দেখা যায়। চলতি বছর দেশের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন অধ্যায় ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’। জুলাই-আগস্টে এ আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আওয়ামীপন্থি তারকারা। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফাঁস হয় তেমনই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যা নিয়ে দেশজুড়ে তোলপাড়। ‘আলো আসবেই’ নামের সেই গ্রুপের স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস বলছেন, ‘ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে।’ এ ঘটনায় তীব্র রোষানলে পড়েন ‘চাপাডাঙ্গার বউ’খ্যাত এই অভিনেত্রী। তিনি ছাড়াও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য সমালোচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। তাদের কেউ কেউ অবশ্য এই গ্রুপে থাকার বিষয়ে মুখ খুলেছেন, হয়েছেন ক্ষমাপ্রার্থী। আবার কেউ কেউ মুখে কুলুপ এঁটে রয়েছেন।
মোস্তফা সরয়ার ফারুকী
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই তাকে নিয়ে সামাজিকমাধ্যমে প্রশংসা ও সমালোচনা শুরু হয়। এই নির্মাতার অতীতের বিভিন্ন বিষয় সামনে আনতে থাকেন অনেকে। তবে তার জনপ্রিয় সিরিয়াল ৪২০-এর সিক্যুয়াল ৮৪০ মুক্তি পায় সিনেমা হলে। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় দেখা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের নানা চিত্র ব্যঙ্গবিদ্রুপাত্মক ভঙ্গিমায় তুলে ধরেছেন।
সিমরিন লুবাবা
চলতি বছর সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে ‘হাউন আংকেল’ ডেকে ভাইরাল হন খুদে তারকা সিমরিন লুবাবা। এক সাক্ষাৎকারে তিনি ডিবিপ্রধান হারুনকে ‘হাউন’ উচ্চারণ করেন। এর ফলে বেশ ট্রলের সম্মুখীন হন লুবাবা। হাউন আংকেল শব্দটা এতটাই আলোচিত হয় যে, গণঅভ্যুত্থান-পরবর্তী গ্রাফিতিতেও দেখা যায় এই শব্দটি। ২০২৩ সালে তার ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগটিও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।
নাজিম জয়
বিতর্ক যেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পিছুই ছাড়ছে না! নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন তিনি। চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের লেখা একটি চিঠি ভাইরাল হয়। ২০১৪ সালে যা তিনি শেখ হাসিনার কাছে লিখেছিলেন। চিঠিতে শেখ হাসিনাকে ‘মা’ ডেকে একটি প্লট তার নামে বরাদ্দ চান। এর আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকায় থাকার কারণেও সমালোচনায় পড়েছেন। যদিও এ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
মুখোমুখি পরী-বুবলী
গত মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরী মণি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত এ দুই অভিনেত্রীর মধ্যে বিতণ্ডার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরী মণির দাবি ছিল, তার দেখাদেখি একইরকম ভিডিও বানিয়েছেন ববুলী। কিন্তু বুবলী পাল্টা একটি পোস্ট দিয়ে লেখেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’
শাকিব খান
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ দিয়ে ঝড় তুলেছেন শাকিব খান। অন্যদিকে এ বছর প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্রেও নাম লেখালেন শাকিব। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দরদ’। অভিনেতার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যদিও প্রেক্ষাগৃহে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। আবার বিপিএলে দল কিনেও আলোচনার জন্ম দেন। ঢাকা ক্যাপিটালসের মালিক এবার শাকিব খান।
রায়হান রাফী
ঢাকাই চলচ্চিত্রে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’র পর এ বছর তিনি আলোচনায় এসেছেন ‘তুফান’ ছবির সুবাদে। সিনেমাটির জন্য শাকিব যেমন প্রশংসিত, তেমনই বাহবা পেয়েছেন রাফীও। বিভিন্ন সূত্র বলছে, প্রায় ৩২ কোটি টাকার ব্যবসা করেছে তুফান। যদিও আয়ের এই তথ্য নিয়ে সিনেমা-সংশ্লিষ্টদের দ্বিমত রয়েছে। কিন্তু ছবিটি যে ভালো ব্যবসা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তাসনিয়া ফারিণ
কাজল আরেফিন অমি নির্মিত বঙ্গ থেকে আসা ওয়েব ফিল্ম ‘অসময়’ দিয়ে বছরের প্রথম দিকে আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। এছাড়াও শিহাব শাহীন নির্মিত চরকি থেকে আসা ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মে প্রীতম হাসানের বিপরীতে অনবদ্য অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ওটিটিতে তার ভালো কেটেছে বছরটা।
জিয়াউল ফারুক অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব বেশ আলোচিত হয়েছেন শিহাব শাহীন নির্মিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয় করে। এই সিরিজে তার অভিনয় আলোচনার জন্ম দিয়েছে। ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের গল্প, নির্মাণ, অভিনয় দর্শক পছন্দের তালিকায় ছিল। ‘গোলাম মামুন’ এসেছে হইচই থেকে।
পরীমণি
অনম বিশ্বাস নির্মিত পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। মা হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই সিরিজে অভিনয় করেন পরীমণি।
প্রীতম হাসান
সংগীতশিল্পী প্রীতম হাসান মাঝে মাঝে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় শিহাব শাহীন নির্মিত চরকি থেকে আসা ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মে সাবলীল অভিনয় মন কাড়েন দর্শকদের। চলতি বছর অভিনয় ও গান দুই মাধ্যমেই আলোচিত ছিলেন। ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়া ধুরা’ গানটি বছরের অন্যতম গান হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় ছিল।
শিহাব শাহীন
শিহাব শাহীন নির্মিত হইচই থেকে আসা ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এই সিরিজের গল্প, নির্মাণ দর্শক পছন্দ করেছে। এছাড়া চরকি থেকে আসা ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ অনেক আলোচিত হয়েছে।
কাজল আরেফিন অমি
বঙ্গ থেকে আসা ওয়েব ফিল্ম ‘অসময়’ দিয়ে বছরের প্রথম দিকে দর্শকদের মন জয় করেন কাজল আরেফিন অমি। তার এই ওয়েব ফিল্মের গল্পে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল। এ ছাড়া তিনি ফিমেল-৪ নির্মাণ করেন ওয়েবে।
জেফার রহমান
সংগীতশিল্পী জেফার রহমান অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চরকি অরিজিনাল ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’তে অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। এই প্রজেক্টে জেফার মনোযোগ কেড়েছেন দর্শকের।
Leave a Reply