শিরোনাম :
রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’ সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল

বছরজুড়ে ঝড় তুলেছিল যে ১০ গান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২০

শেষ হতে চলেছে ২০২৪ সাল। অনেক আলোচিত ও নাটকীয় ঘটনাবহুল ছিল বছরটি। তবে এরমাঝেও বিনোদন অঙ্গন ছিল জাঁকজমকপূর্ণ। বছরজুড়ে এসেছে অনেক পর্দা কাঁপানো সিনেমা।
ওটিটিতে এসেছে দারুণ সব সিরিজ। আর গানে গানে দুলেছে সংগীতপ্রেমী অগনিত শ্রোতারা। এরমধ্যে বেশকিছু আলোচিত গান ছিল সাধারণ মানুষের মুখে মুখে। এসব গান শুধু লোকমুখেই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের ভিডিওতে রীতিমতো ঝড় তোলে।

আসুন এক নজরে দেখে নেই, ২০২৪ কাঁপানো সেরা ১০টি গান।

 

তওবা তওবা : ভিকি কৌশল ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার গান তওবা তওবা। চলতি বছরের শুরুতেই গানের জগতে তা ঝড় তোলে। সংগীতপ্রেমীরাও লুফে নেন এ গানের মিউজিকের প্রতিটি বিট।
বিশেষ করে রিল, টিকটক ভিডিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল গানটি।

 

আজ কি রাত : ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’। সিনেমার এ গানে কন্ঠ দিয়েছেন মধুবানতি বাগচী, ডিব্যা কুমার, শচীন জিগার। সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে এ গান। শুধু গানের সুর নয়, অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচের মুদ্রাও চলতি বছর কাঁপিয়েছে বিনোদন পাড়া। ইউটিউবে ৭০৪ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটি।

 

দুষ্টু কোকিল : শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ সিনেমার গান দুষ্টু কোকিল। রায়হান রাফির পরিচালিত এ সিনেমায় সংগীত শিল্পী কণার গাওয়া এ গান রীতিমতো পাগল করে দেয় বাঙালি শ্রোতাদের। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ২৪৪ মিলিয়ন। তবে অনেক নেটিজেনই এ গানটি শুনে দাবি করেন, ‘ড্রিম গার্ল টু’-র ‘দিলকা টেলিফোন’ গানের সঙ্গে মিল রয়েছে দুষ্টু কোকিল গানটির।

 

আচো আচো : ২০২৪ সালে রাতারাতি ভাইরাল হওয়া গান ছিল তামান্না ভাটিয়া অভিনীত ‘আরানমানাই ফোর’ সিনেমার আচো আচো গানটি। মুক্তির এক মাসের মধ্যেই ২৮০ মিলিয়ন ভিউ পার করে গানটি।আরো

 

ইমি ইমি : শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ইমি ইমি গানটিও চলতি বছর কাপিঁয়েছে ইন্টারনটে। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের নাচও ছিল জনপ্রিয়তার শীর্ষে। এ বছরের ভাইরাল নাচগুলোর মধ্যে অন্যতম ছিল ইমি ইমি নাচ। গানটির জনপ্রিয়তায় বর্তমানে ইউটিউবে ২১৭ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।

 

আশা কোডা : ভিনদেশি এ গানের অর্থ না বুঝলেও জাদুকরী সংগীতের সুরে বিশ্ববাসীকে মাতিয়েছে সাই অভিয়ানঙ্কর ও সাই স্মৃতির গাওয়া আশা কোডা গান। জাদুকরী সুরের গানটি আরও ভাইরাল করে তোলে টিকটকার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ১৮৫ মিলিয়ন।

 

চুট্টামালে : শিল্পা রাও ও রাম জোগায়ের গান চুট্টামালে ঝড় তোলে বছরের শেষের দিকে। দেবারা সেকেন্ড সিঙ্গেল সিনেমার এ গানে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। গানটি নেট দুনিয়ায় প্রকাশের পর এতটাই জনপ্রিয় হয় যে, এক মাসের মাথায় ৫০ মিলিয়ন ভিউ পার করে। বর্তমানে ২৭৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটির।

 

মেরে মেহবুব : বছরের একবারে শেষ দিকে বাজিমাত করে রাজকুমার রাও ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওয়াও ওয়ালা ভিডিও’ সিনেমার গান মেরে মেহবুব। গানটি নেটদুনিয়ায় মুক্তির পরই ঝড় তোলে দর্শকমহলে। সেই সঙ্গে রাজকুমার ও তৃপ্তির নাচে পাগল হয়েছে সিনেমা ও সংগীতপ্রেমীরা। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১৩৮ মিলিয়ন ছাড়িয়েছে।

 

কুরচি মাদাথাপেট্টি : মহেশ বাবুর ‘গান্টার কারাম’ সিনেমার ‘কুরচি মাদাথাপেট্টি’ গানটিও বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে ভারতীয় শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায় গানটি। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ৫২৪ মিলিয়ন ছাড়িয়েছে।

 

‘হুশন’ : জনপ্রিয় গায়ক অনুভ জেইন সাম্প্রতিক বছরগুলোতে দিচ্ছেন একের পর এক হিট গান। এ বছরও তার ‘হুশন’ গানটি ব্যাপক সাড়া পেয়েছে শ্রোতাদের কাছে। রোমান্টিক ধাঁচের গানটি ছিল সংগীতপ্রেমীদের মুখে মুখে। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১৭০ মিলিয়ন ছাড়িয়েছে।

 

এ বছর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে সেরা এ ৯ গানেরই বেশি রাজত্ব চোখে পড়ার মত ছিল চলতি বছর। সেরা এ ৮ গানের সুরেই মন্ত্রমুগ্ধ ছিলেন দর্শক ও সিনেপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT