নারায়ণগঞ্জের বন্দরে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
শুক্রবার বিকালে বন্দরের নবীগঞ্জ এলাকায় ওই জনসচেতনতামূলক সভার আয়োজন করে বন্দর নাগরিক কমিটি (বনাক)।
জবরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, অ্যাডভোকেট জাকিরউদ্দিন সেলিম, সাংবাদিক লতিফ রানা, সেলিনা মাহমুদ মাসুমা, সাংবাদিক নাসিরউদ্দিন, সালাউদ্দিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ হুদা, দেলোয়ার হোসেন, ফারুক হাসান জনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল। বিশেষ মোনাজাত পরিচালনা করেন কদমরসুল পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সামসুদ্দোহা।
Leave a Reply