বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ সহায়তা প্রদানের সুপারিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ১৬১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস চাষি ও গরু খামারিদের ঋণ সহায়তা ও প্রণোদনা দেয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ছোট মনির, নাজমা আক্তার, মোছা. শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

সভার শুরুতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ‘মুজিব বর্ষ’ উদযাপনে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি পরবর্তী সভায় মন্ত্রণালয়ের বাজেট ও ব্যয়ের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করে।

এ সময় কমিটির সভাপতি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আন্তরিকতার সাথে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে দুইটি সাব কমিটি গঠন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT