এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি খেলতে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। একমাত্র টেস্ট ম্যাচটির জন্য রবিবার (১৬ ফেব্রুয়ারি) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাওয়ালপিণ্ডি টেস্টে খেলা দলে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ঢুকতে পারেন অন্তত দুইজন স্পিনার। এমন আভাস মিলেছে বিসিবির টিম ম্যানেজমেন্ট থেকে।
মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এ যাত্রায় তার কাঁধেই আস্থা রাখতে পারে বিসিবি। অব্যাহত বাজে ফর্মের কারণে দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া প্রায় নিশ্চিত। তার জায়গায় দলে ঢুকতে পারেন মুশফিকুর রহীম। এছাড়া পেসার রুবেল হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট। ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে হবে ৩ ও ৬ মার্চ। এরপর ঢাকা ৯ ও ১১ মার্চ দুই টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
Leave a Reply