রোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক ছড়িয়ে বাজারের উপর চাপ সৃষ্টি না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে ঢাকা সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী। সেখানে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, মুজিব বর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, কেউ অযথা বাইরে থাকবেন না। বিদেশ ফেরতদের বাসায় থাকার অনুরোধ করছি।
এর আগে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ কার্যক্রম। এদিকে, একই দিনে গাইবান্ধা-৩ আসন ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে
Leave a Reply