সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ছেলে সাদিক (১৭) আত্মহত্যা করেছেন।
সোমবার ভোরে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
বাবা রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি সত্য।
ডিএমপির লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন জানান, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।
ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেন।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।
তবে সাদিক বিন সাজ্জাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, সাদিকের মাথার বাম পাশ থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশে আটকে ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যাই করেছে।’
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে সাদিকের লাশ উদ্ধার করা হয়।
Leave a Reply