শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

বিএনপিকে ভোট দিতে চান ৪২% মানুষ, জামায়াতকে ৩২ ভাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৬
বিএনপিকে ভোট দিতে চান ৪২% মানুষ, জামায়াতকে ৩২ ভাগ

আগামী নির্বাচনে ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে চান আর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ৩১ দশমিক ৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান। এ ছাড়া দেশের ৪১ শতাংশ মানুষ মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি অনেক বেড়েছে।

 

ইনোভিশন কনসালটিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠপর্যায়ের জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। গত ৫ আগস্টের পর এটি তাদের দ্বিতীয় জরিপ। জরিপটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় পরিচালিত হয়েছে বলে ইনোভিশন কনসালটিং জানিয়েছে। ১০ হাজার ৬৯০ ভোটার এ জরিপে অংশ নেন।

 

সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারওয়ার। উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ এইচ ফেরদৌস ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর। এতে সহযোগিতা করেছে আরো দুটি গবেষণা সংস্থাÑ ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

 

অধিকাংশ অংশগ্রহণকারী অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জরিপে উঠে এসেছে। এর মধ্যে ৬৯ দশমিক ৬ শতাংশ মনে করেন দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান ৪৫ দশমিক ২ শতাংশ, কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

 

ধর্মভিত্তিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে এই জরিপে উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়েছিলÑ আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? জবাবে ৪১ দশমিক ৭ শতাংশ বলেছেন বিএনপিকে ভোট দিতে চান আর জামায়াতকে ভোট দিতে চান ৩১ দশমিক ৬ শতাংশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৪ শতাংশ। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলকে ভোট দিতে চান ৫ দশমিক ১ শতাংশ ভোটার। যদিও জরিপটি এনসিপিকে প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছে ইনোভিশন কনসালটিং। কারণ জরিপটি ছাত্রদের নেতৃত্বাধীন নতুন দল আত্মপ্রকাশের আগেই পরিচালিত হয়।

 

‘গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি কেমন ছিল?’- এমন প্রশ্নের বিপরীতে ৪১ শতাংশ অংশগ্রহণকারী বলছেন, চাঁদাবাজি বেড়েছে। তবে ২৯ দশমিক ৮ শতাংশ মনে করছেন, চাঁদাবাজি কমেছে। চাঁদাবাজি পরিস্থিতি আগের মতোই আছে বলে মনে করেন ১৭ দশমিক ৮ শতাংশ।

 

অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল- কখন নির্বাচন চান। ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার ২০২৫ সালের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন চান বলে মত দেন। ২৬ দশমিক ৫ শতাংশ মনে করেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক।

 

যদিও গত কয়েক মাসের রাজনৈতিক ডামাডোলে বিএনপি ও তার মিত্ররা চলতি বছরের মধ্যে ভোট চেয়েছে। অপরদিকে জামায়াতসহ কিছু ধর্মভিত্তিক দল ও জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে।

 

জরিপটির ফলাফল অনুযায়ী তরুণদের কাছে টানার ক্ষেত্রে বিএনপি ও জামায়াত প্রায় সমানভাবে এগিয়ে আছে। তবে তুলনামূলক বয়স্করা বিএনপিকেই বেশি পছন্দ করছেন। এক্ষেত্রে জামায়াতেরও প্রভাব তুলনামূলকভাবে কাছাকাছি পর্যায়ে।

 

নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শের দলগুলোর প্রভাব বেশি থাকবে বলে এ জরিপে উঠে এসেছে। ২০ দশমিক ৫ শতাংশ ভোটার মনে করেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইতিবাচক প্রভাব থাকবে আগামী নির্বাচনে। তবে অন্য দলগুলোর তৃণমূলের রাজনৈতিক প্রভাব থাকবে বলে মনে করেন ২১ দশমিক ৬ শতাংশ। ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার মনে করছেন তাদের কাছে জুলাই অভ্যুত্থানের আদর্শিক অবস্থান গুরুত্বপূর্ণ।

 

বিএনপির রাজনৈতিক প্রভাবের তুলনায় জামায়াতের এককভাবে কিছুটা বেড়েছে বলে জরিপে উঠে এসেছে। এতে উঠে এসেছে- তরুণদের কাছে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে। তা ছাড়া রংপুর ও খুলনা বিভাগে ভোটের আধিপত্যে এগিয়ে রয়েছে দলটি। বাকি ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের অবস্থান দলটির খুব কাছাকাছি রয়েছে।

 

কোন বিভাগে কে এগিয়ে- এমন তথ্যে বলা হয়েছে, ঢাকা বিভাগে বিএনপির ভোটের আধিপত্য ৪৪ দশমিক ৭ শতাংশ, যেখানে জামায়াতের প্রভাব ২৫ দশমিক ৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগেও এগিয়ে বিএনপি। এ বিভাগে বিএনপির ভোট ৪৭ দশমিক ৮ শতাংশ আর জামায়াতের ২৭ দশমিক ৩ শতাংশ। ছাত্র সমর্থিত দলের প্রভাব ৭ দশমিক ৪ শতাংশ।

 

তবে রংপুরের ভোটব্যাংকে এগিয়ে জামায়াত। এ বিভাগে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার জামায়াতের আর ২১ দশমিক ৭ শতাংশ ভোটার বিএনপির। জামায়াতের আরেকটি শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত হয়েছে খুলনা বিভাগ। এ বিভাগের ৪৬ দশমিক ৯ শতাংশ জামায়াতের ভোটার আর ৩৮ দশমিক ৩ শতাংশ বিএনপির ভোটার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT