বিএনপিতে একীভূত হয়েছে পিপলস পার্টি অব বাংলাদেশ। রবিবার (৮ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে দলটির চেয়ারপারসন রিটা রহমান পিপলস পার্টি অব বাংলাদেশকে বিলুপ্ত ঘোষণা করেছে।
দলের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনের স্বাক্ষর করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় বিএনপি। এরপর রিটার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করে। দলের গুরুত্বপূর্ণ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
রিটা রহমান বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং জিয়াউর রহমান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে। রিটা ২০১৮ সালের ৪ নভেম্বরে পিপলস পার্টি অব বাংলাদেশ গঠন করেন।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে রিটা রহমান বলেছিলেন, মাওলানা ভাসানী ও মশিয়ুর রহমান যাদু মিয়ার যে নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারার তৈরির লক্ষ্যে কাগমারী সম্মেলন পরবর্তীতে ন্যাপ ধারণ করে, সেই রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী দল হিসেবে ন্যাপের মহান রাজনৈতিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে আমরা এই দলের আত্মপ্রকাশ করেছি।
Leave a Reply