জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিএনপি এখন নেতৃত্বশূন্য। তাদের একজন জেলে আর অন্যজন বিদেশে। তাদের এখন কোনো সাংগঠনিক অবস্থান নেই। আর জাতীয় পার্টি এখন শক্তিশালী সাংগঠনিক দল। কাজেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামী দিনে ক্ষমতায় যেতে হবে।
শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে রংপুর মহানগরীর জাতীয় পার্টির কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দলের যে যেখানে আছে, সেখান থেকেই তাদের দায়িত্ব পালন করে এরশাদের স্বপ্ন পূরণের আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমাদের দলে কোনো বিভক্তি নেই। যতটুকু আছে সেটা সাময়িক। তবুও যদি কেউ দলে বিভক্তির চেষ্টা করে তবে তারা অতীতের মতো নিজেরাই ভেঙে-চুরে চলে যেতে বাধ্য হবে।’
এ সময় তিনি ক্যাসিনো ও পাপিয়াকাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম সাফিসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply