দেবহাটায় হোম কোয়ারেন্টাইনে ১৬০ ব্যাক্তির বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। রবিবার (২২ মার্চ) দেবহাটার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের বাড়ীতে গিয়ে মনিটরিং করেন তিনি।
পাশাপাশি এসকল ব্যাক্তিদের হাতে ট্যাগ সিল দিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সরকারী নিয়ম মেনে চলা এবং দুরত্ব বজায় রেখে সংক্রমণ এড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরিবারকে সচেতন করেন তিনি।
তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেক ব্যাক্তিকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের শারিরিক অবস্থার ওপর ইউনিয়ন কমিটির মাধ্যমে নজর রাখা হচ্ছে। এছাড়া প্রত্যেক বিদেশ ফেরতদের হাতে কোয়ারেন্টাইন ট্যাগ সিল দেয়া হচ্ছে যাতে করে সহজেই তাদেরকে মনিটরিং করা সম্ভব হয়।
প্রত্যেকের হাতের ট্যাগ সিলে তাদের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ উল্লেখ করা হচ্ছে। কেউ যদি কোয়ারেন্টাইন অমান্য করে তাহলে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে শাস্তি মুলোক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply