বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা?

ক্রীড়া ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৪
বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা?

আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়াবে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে প্লেয়ারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবারে ড্রাফটে সব মিলিয়ে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম জানা গেছে। আগামী ১৪ অক্টোবর ঢাকার স্থানীয় এক হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হবে।

প্লেয়ার ড্রাফটে সবমিলিয়ে ছয়টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটগারিতে ৬০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। অন্যদিকে সর্বনিম্ন ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ। গত আসরের তুলনায় পারিশ্রমিক কিছুটা কমেছে। গত আসরে সর্বোচ্চ ক্যাটগারিতে ছিল ৮০ লাখ টাকা।

সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ৭ ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে, এটাই স্বাভাবিক। দেশের তারকা ক্রিকেটাররাই আছেন এই ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন- লিটন দাস, মাহমুদউল্লাহ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। প্রত্যেকের পাবেন ৬০ লাখ টাকা।

তালিকাটি থেকে চাইলে খেলোয়াড়দের রিটেনশন করতে পারবে ফ্র্যঞ্চাইজিগুলো। জানা গেছে বেশ কিছু দল ইতিমধ্যে তালিকার বেশ কিছু খেলোয়াড়কে সরাসরি চুক্তি করেছে। সরাসরি চুক্তিতে ড্রাফটের ক্যাাটাগরিতে নির্ধারিত পারিশ্রমিক থেকে চাইলে বেশি আদায় করে নিতে পারবেন ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার হয়তো এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। কেননা শুক্রবার তিনজনের ‘রিটেনশন/ডিরেক্ট সাইনিং’ তালিকা বিসিবিতে জমা দেওয়ার শেষ দিন।

 

৪০ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতেও ১২ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটার হচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া যুব বিশ্বকাপ দলের তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন আছেন এই তালিকাতে। এছাড়া আফিফ হোসেন, এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মেহেদী ও তানভীর ইসলামরা আছেন এই ক্যাটাগরিতে।

অন্যদিকে ‘সি’ ক্যাটাগরির ২২ ক্রিকেটার। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা। একজন বিস্ফোরক ব্যাটিং করা সৌম্য সরকারকে রাখা হয়েছে এই ক্যাটাগরিতে। আছেন অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও। এছাড়া এই তালিকায় আছেন- ইমরুল কায়েস, নাহিদ রানা, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, নাঈম শেখ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও মমিনুল হকরা।

‘ডি’ ক্যাটাগরিতে আছে ২৮ ক্রিকেটার। এই ক্যাটগারিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ লাখ টাকা। এই তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, আরিফুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাদমান ইসলাম, সোগাহ গাজী ও রুবেল হোসেনরা। এর বাইরে ‘ই’ ক্যাটাগরির ৫১ এবং ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ৬৩ ক্রিকেটার। ‘ই’ক্যাটাগরির পারিশ্রমিক ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ১০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT