৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। প্রায় দেড় মাসের এই টুর্নামেন্ট শেষ গন্তব্যে দাঁড়িয়ে। শুক্রবার সন্ধ্যায় চিটাগং কিংস ও ফরচুন বরিশালের ফাইনাল দিয়ে পর্দা নামবে জমকালো আসরটির। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরের জন্য ৫ কোটি ৩১ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। গত আসরের তুলনায় ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বেশি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত আসরে ৩ কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি দিয়েছিল বিসিবি। এবার ২ কোটি তিন লাখ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা। বেড়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও। আগের আসরে দুই কোটি টাকা প্রাইজমানি দেওয়া হলেও এবার দেওয়া হচ্ছে আড়াই কোটি টাকা। আগের আসরে রানার্সআপরা পেয়েছিলেন এক কোটি টাকা। এবার তারা পাচ্ছেন দেড় কোটি টাকা।
আগের আসর থেকে এবারের আসরে তিনটি ক্যাটাগরি নতুন করে সংযোজন করেছে বিসিবি। বিপিএলের তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্সের প্রাইজমানি হিসেবে ৬০ লাখ টাকা পাবে। অন্যদিকে চতুর্থ স্থানে রংপুর রাইডার্স প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ টাকা। এই দুটি নতুন ক্যাটাগরি ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ইমার্জিং খেলোয়াড়কে পুরষ্কৃত করবে। তার জন্য প্রাইজমানি হিসেবে রাখা হয়েছে তিন লাখ টাকা।
এদিকে টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ক্রিকেটাররা ২ লাখ টাকা করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। লিগ পর্বে এই পুরস্কার ছিল এক লাখ টাকা। ফাইনাল ম্যাচে অবশ্য সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকার পুরস্কার। আগের আসরেও সেটাই ছিল। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। গত বছরের মতো এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন।
শুক্রবার বিপিএলের এগারোতম আসরে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় গোটা দেশ। বরিশালও মুখিয়ে আছে দ্বিতীয় শিরোপা জিততে। অন্যদিকে ২০১৩ সালের পর ফাইনালে খেলার সুযোগ পাওয়া চিটাগং কিংস প্রথম শিরোপার জন্য লড়তে প্রস্তুত।
টুর্নামেন্টের প্রাইজমানি:
চ্যাম্পিয়ন: আড়াই কোটি
রানার্সআপ: দেড় কোটি
তৃতীয় স্থান: ৬০ লাখ
চতুর্থ স্থান: ৪০ লাখ
ম্যাচসেরা: ৫ লাখ
সেরা ফিল্ডার: ৩ লাখ
সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ
টুর্নামেন্ট সেরা: ১০ লাখ
Leave a Reply