দেবহাটার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শনিবার বিকাল ৪টা থেকে উপজেলার গাজীরহাট সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সুবর্নাবাদ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, পারুলিয়া সন্যাসখোলা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ,কুলিয়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কুলিয়ার শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও হিজলডাঙ্গা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্ব স্ব পুজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, শ্রমিকলীগ নেতা পরান চন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply