ক্যাসিনো পরিচালনার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশে রওনা করার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।
জানা গেছে, আটক ওই ব্যক্তির নাম সেলিম প্রধান। তার বাড়ি নারায়ণগঞ্জ। তিনি আওয়ামী লীগের নেতা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সেলিম থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হচ্ছিল। ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।
আটক সেলিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত কি না তা ক্ষতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেলিমকে আটকের তথ্যটি নিশ্চিত করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো ও জুয়া পরিচালনার সঙ্গে জড়িত। এসবের মাধ্যমে আয়ের টাকা তিনি বিদেশে পাচার করে আসছিলেন। তাকে জিজ্ঞাসাদের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে আটক সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা বলে দাবি করেছে র্যাব-১। সেলিম বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ‘সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’
Leave a Reply