অস্ট্রেলিয়ায় চলছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্ব। ১০ দলের আসর থেকে বাদ পড়েছে ছয়টি দল। এবার অপেক্ষা শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হওয়ার।
দুটি গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল খেলবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপ থেকে সেমিতে নাম লিখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। অপর গ্রুপ ‘বি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ‘এ’ গ্রুপে সবগুলো ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েছে ভারত। একটিতে হারলেও বাকি তিনটিতে জিতে শেষ চারের টিকিট কেটেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই গ্রুপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ, নিউজিল্যন্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি।
গ্রুপ ‘বি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড খেলবে সেমিতে। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ডের মেয়েরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। থাইল্যান্ডের মেয়েরা প্রথমবার খেলতে এসে বাংলাদেশের পথ অনুসরণ করে টুর্নামেন্ট থেকে একেবারে খালি হাতে দেশে ফিরেছে।
সেমিফাইনাল ও ফাইনালের সূচি :
৫ মার্চ (বৃহস্পতিবার) প্রথম সেমিফাইনাল, সিডনি : ভারত-ইংল্যান্ড (সকাল ১০টা),
৫ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনাল, সিডনি : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (দুপুর ২টা)
৮ মার্চ (রবিবার) ফাইনাল, মেলবোর্ন : দুই সেমির বিজয়ী দল
Leave a Reply