জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করছেন। বিয়ের জন্যে নিয়েছেন বেশ চমকপ্রদ সব উদ্যোগ। বিয়ের অনুষ্ঠান হবে এক সুদৃশ্য বাগানবাড়িতে। এবার সৌম্য দিলেন আরেক চমক। বিয়ের আমন্ত্রণপত্রে নিজের ও হবু স্ত্রী পূজার ছবি জলছাপ আকারে জুড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা যা শুনেছেন, সব ঠিক। সৌম্যর বিয়ে হচ্ছে। পাত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। বিয়ে ২৮ ফেব্রুয়ারি।’
সৌম্য সরকারের হবু বউয়ের দাদার বাড়ি পিরোজপুর। মেয়ের বাবা-মা খুলনার তুতপাড়ায় থাকেন। তবে বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন। বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়ে সৌম্যর বাবা জানান, খুলনার তুতপাড়ায় বিয়ে হবে। আর বউভাতের অনুষ্ঠান হবে সৌম্যর এলাকা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে।
Leave a Reply