গেল মাসেই বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার। গত ২৬ ফেব্রুয়ারি বান্ধবী প্রিয়ন্তি দেবনাথ পূজাকে পারিবারিকভাবে বিয়ে করেন এ ক্রিকেটার। বিয়ের পর প্রথমবার খেলতে নেমেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে জয় উপহার দিলেন সৌম্য।
বিয়ের জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে ছিলেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এরপর সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ছিলেন না দলে। তবে শেষ ওয়ানডেতে স্কোয়াডে জায়গা পান এ ব্যাটসম্যান। স্কোয়াডে জায়গা পেলেও একাদশে সুযোগ পাননি তার।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেই একাদশে সুযোগ পান এ ক্রিকেটার। আর বিয়ের পর প্রথমবার খেলার সুযোগ পেয়েই বাজিমাত করলেন তিনি। ৩২ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরা পুরস্কার হাতে নিয়ে সৌম্য বলেন, ‘বিয়ের পর আজকেই প্রথম খেলতে নামলাম। শুরুতে নার্ভাস ছিলাম। তবে পরে ভালো বোধ করেছি। সাহস নিয়ে খেলেছি এবং ভালো করতে পেরেছি। আমি যখন ক্রিজে যাই তখন লিটন দারুণ খেলছিল। সে আউট হওয়ার পর দায়িত্ব নিয়েছি। শেষ কয়েক ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করেছি।’
‘কয়েকদিনের বিরতির পর মাঠে ফিরেছি, তাই কিছুটা নড়বড়ে ছিলাম। ভবিষ্যতে যেন গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া না হয় সেদিকে মনোযোগ রাখতে হবে। অনুশীলনে এটা নিয়ে কাজ করতে হবে।’–যুক্ত করেন সৌম্য।
Leave a Reply