প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। মঙ্গলবার (০৭ অক্টোবর) যৌথভাবে এ বিবৃতি দেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোন আবস্থাতেই এ ধরনের নৃশংশতাকে প্রশ্রয় দেয়া যাবে না। দল বা মুখ না দেখে দ্রুততম সময়ের মধ্যে সকল খুনীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply