খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং টিম। শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে চার দিনের এই ম্যাচে ছন্দটা ধরে রাখতে দেয়নি বৃষ্টি। বৃহস্পতিবার তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার।
তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটে করেছে ১৯০ রান। এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে তারা ১৭০ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৩৩ রানে ভর দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৬০ রানে।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩৮ ওভারে ৪ উইকেটে করেছিল ১০১ রান। আর বৃষ্টির বাধায় তৃতীয় দিনে ৪৯ ওভারে সফরকারীরা স্কোরে জমা করেছে ৮৯ রান, হারিয়েছে ২ উইকেট।
আগের দিনের ২১ রান নিয়ে দিন শুরু করা প্রমোদ মদুভান্থা ৪০ রানে ফেরেন প্যাভিলিয়নে। তানভীর ইসলামের বলে এলবিডাব্লিউয়ের শিকার হন তিনি। তার সঙ্গে দিন শুরু করে ৫৭ রানে অপরাজিত আছেন অসিন বান্দারা।
তৃতীয় দিনে শ্রীলঙ্কার হারানো অন্য উইকেটটি নিয়েছেন শফিকুল ইসলাম। তার বলে সাইফ হাসানের হাতে ধরা পড়া রমেশ মেন্দিস করেছেন ১৮ রান। চামিকা করুণারত্নে অপরাজিত আছেন ৮ রানে।
আগের দিন ৪ উইকেট পাওয়া নাঈম হাসানের সাফল্য পাননি। ১টি করে উইকেট নিয়েছেন শফিকুল ও তানভীর।
(তৃতীয় দিন শেষে)
বাংলাদেশ ইমার্জিং টিম: প্রথম ইনিংসে ১৩৫.৪ ওভারে ৩৬০।
শ্রীলঙ্কা ইমার্জিং টিম: প্রথম ইনিংসে ৮৭ ওভারে ১৯০/৬ (বান্দারা ৫৭, মদুভান্থা ৪০, রমেশ ১৮; নাঈম ৪/৬৪, তানভীর ১/৩০, শফিকুল ১/৪৭)।
Leave a Reply