বেনাপোল সীমান্ত থেকে অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেন (২৭) ও জাফর হোসেন (২৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় নতুন ট্রাক টার্মিনালের সামনে বাইপাস সড়কে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল দীঘিরপাড় গ্রামের গোলাম মোর্শেদের ছেলে রাসেল হোসেন (২৭), কাগজপুকুর গ্রামের মৃত: হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় ফোর্সের সহায়তায় দীঘিরপাড় গ্রামের নতুন ট্রাক টার্মিনালের সামনে বাইপাস সড়ক থেকে ৭৮ বোতল ফেনসিডিল সহ রাসেল ও জাফরকে আটক করে। এসময় ভবেরবেড় গ্রামের নজির মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫) পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচএমএ লতিফ জানান, বেনাপোল পোর্ট থানায় ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply