বেনাপোলের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাদক ফেলে পালিয়ে যায়।
সোমবার (২৩ মার্চ) ভোরে বেনাপোলের বাহাদুরপুর হাইস্কুলের পাশে অবস্থিত মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদক থানা হেফাজতে আছে এবং মাদক ফেলে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply